ভালোবাসাটা বয়স বলে দেয় না বলে দেয় মন।একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে তাহলে ছেলেটি মেয়েটিকে গিয়ে তার মনের কথা বলে দেয়।কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে তাহলে সেই মেয়েটি তার মনের কথা ছেলেটিকে গিয়ে বলে না।কিন্তু কেন এমনটা হয়ে থাকে? সবসময় কি ছেলেরাই মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেবে? আসলে মেয়েরা ছেলেদেরকে প্রেমের প্রস্তাব দেয়না এই ৫টি কারণে।আসুন তাহলে জেনেনিন কি এই ৫টি কারণ যার জন্য মেয়েরা ছেলেদের প্রেমের প্রস্তাব দেয়না।
১-যদি তার প্রেমিকা থাকে
যদি প্রেমিকা থাকে এই চিন্তা মেয়েদের অনেক বেশি ভোগায়। কারণ এই কথাটি সকলে জেনে গেল তাকে অন্যের ঘর ভাঙতে যাওয়া মেয়ে হিসেবে পরিচিত হতে হবে, আর যদি ছেলেটির প্রেমিকার কানে যায় তাহলে তো কথাই নেই।
২-যদি না বলে দেয়
ছেলে হোক বা মেয়ে সকলের মনে এই প্রশ্নটা আসে।কিন্তু বেশি করে মেয়েরা চিন্তা করে যদি না বলে দেয়।আর এর পিছনে কারণ আছে, কারণ মেয়েরা এও ভাবে যে ছেলেটি না বলে দেওয়ার পরে যদি অন্য কোনো কাউকে বলে দেয়।
৩-তার কোনো বন্ধু যদি আমার প্রাক্তন প্রেমিক হয়?
আপনি মানুন আর নাই মানুন কারণ সকলেরই অতীত থাকে। কিন্তু অতীতের পিছুটান অনেক খারাপ ব্যাপার। যদি দুজনের ব্রেকআপ হয়ে থাকে তারপরও লতায় পাটায় বন্ধুত্বের জন্য অনেকেই নতুন একটি সম্পর্কে সঠিকভাবে জড়াতে পারেন না বেশ খানিকটা সময়। এই ব্যাপারটিও প্রপোজ করাটা বেশ পিছিয়েই দেয়।
৪-সে যদি আমাকে পছন্দ না করে
মেয়েরা প্রেমের দিকগুলোতে ছেলেদের চাইতে বেশ কম আত্মবিশ্বাসী থাকেন। একজন ছেলের কিছু থাকুক বা না থাকুন শুধু আত্মবিশ্বাসের জোরে একটি মেয়ের সামনে দাড়িয়ে প্রপোজ করে দিতে পারেন। কিন্তু একটি মেয়ের জন্য ব্যাপারটি অনেক বেশি কঠিন।কারণ মেয়েরা ভাবে আমি তো দেখতে সুন্দর না ও যদি আমাকে পছন্দ না করে।
৫-আমাকে যদি অতিরিক্ত উত্সাহী ভাবে?
ছেলেরা প্রেমের প্রস্তাব দিলে তা অনেক বেশি স্বাভাবিক, মেয়েরা দিলে তা আমাদের দেশে অন্তত খুব স্বাভাবিক ব্যাপার নন। আর এখানেই মেয়েটির যতো চিন্তা, 'আমি যে প্রেমের প্রস্তাব দেব তাতে যদি সে ভাবে, আমি অনেক বেশি উত্সাহী, তাহলে তো সে আমাকে পছন্দ করবে না'।
যাই হোক, তবে মেয়েদের এখন একটাই কথা বলবো যাকে ভালো মনের কথাটা বলে ফেলুন কিছু চিন্তা না করে।কারণ এমন অনেক ছেলেই আছে যারা সৌন্দর্য্য দেখে না তারা মনটা দেখে।
Thanks for reading: মেয়েরা প্রেমের প্রস্তাব পেলে না করে কেন?, Sorry, my English is bad:)